মেদিনীপুর, ২৬ মার্চ (হি.স.) : পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি ও মুড়াকাটা এলাকায় শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে হাতির হামলায় দুই মহিলার মৃত্যু হল। একের পর এক এই মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। স্থানীয়দের সচেতন ও শান্ত করতে আজ সকাল থেকে মাইকে প্রচার শুরু করেছে বনদফতর । জঙ্গলে মহুল কুড়ানো ও কাঠ সংগ্রহ থেকে সকলকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত একটা নাগাদ একটি হাতি খাবারের খোঁজে খড়্গপুরের খেমাশুলি গ্রামে ঢুকে পড়ে। খাবার খুঁজতে খুঁজতে সে একটি বাড়িতে ঢুকে পড়ে তখন বছর পঞ্চাশের ললিতা মাহাতো নামের এক মহিলা হাতিটির সামনে পড়ে যান।হাতিটি তাঁকে দেখতে পাওয়া মাত্রই তুলে নিয়ে আছড় মারে।
এদিকে আজ সকলে মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা এলাকাযর শিলা ঘোড়ই নামের এক বৃদ্ধার হাতির হানায় মৃত্যু হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজকার মতোই আজ সকালেও ওই বৃদ্ধা জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। হঠাৎ হাতি তাঁর সামনে চলে আসে। পালিয়ে যাওয়ার আগেই হাতিটি তাঁকে তুলে আছড় মারে এবং দাঁত ফুটিয়ে দেয়। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসারত অবস্থাতে সকাল দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
বারবার হাতির হানায় মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ তৈরী হয়েছে জঙ্গল মহল মেদিনীপুর জুড়ে। স্থানীয়দের দাবি, যেরকম পরিস্থিতি তৈরী হয়েছে তাতে করে অবিলম্বে কোনও সদর্থক ব্যাবস্থা না নিলে আরও খারাপ অবস্থা তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে।
এর আগে গত এক সপ্তাহের মধ্যে ঝাড়গ্রামে হাতির হামলায় সাত জনের মৃত্যু হয়। ২১টি বাড়ি ভাঙে দাঁতাল দল ।

