রায়দীঘি, ২৬ মার্চ (হি. স.) রবিবার ছুটির দিন বন্ধুর বাড়িতে চড়ুইভাতি করতে গিয়ে মদ ভেবে বিষ পান করে অসুস্থ হল পাঁচ নাবালক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানার অন্তর্গত কামদেবপুর গ্রামে। ঘটনায় গুরুতর অসুস্থ ঐ পাঁচ নাবালককে উদ্ধার করে পরিবারের সদস্যরা দ্রুত রায়দিঘি ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, পাথরপ্রতিমা থানা এলাকার কামদেবপুরের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এই পাঁচ নাবালক বন্ধু নিজেরাই ফাঁকা মাঠে পিকনিক করছিল। সেই সময় মানস মাইতি নামের এক নাবালক তার বাড়ি থেকে একটি মদের বোতল নিয়ে আসে। পরে সেই মদ পাঁচ বন্ধু পান করে। এরপর তাঁরা জানতে পারে ঐ মদের বোতলে বিষ রাখা ছিল। ঘটনায় অসুস্থ হয়ে পড়ে পাঁচ নাবালক। ঘটনার কথা জানতে পারলে তাঁদের পরিবারের লোকজন পাঁচজনকেই উদ্ধার করে প্রথমে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই দুই নাবালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাথরপ্রতিমার কামদেবপুর এলাকায়।