উত্তর ২৪ পরগণা, ২৫ মার্চ (হি. স.) : ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর সিপিএমকে বয়কটের ডাক দিয়েছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ২০১১ সালের সেই স্লোগান ১২ বছর পর ফের শোনা গেল তাঁর গলায়। সিপিএমকে ভয়ঙ্কর রাজনৈতিক দল বলে আখ্যা দিয়েছেন বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শনিবার তাঁর গলায় শোনা যায় ১২ বছর আগেকার কথার পুনরাবৃত্তি। তিনি বলেন, আমি সিপিএমের সঙ্গে চলার পক্ষপাতী নই। ১২ বছর আগে আমি বলেছিলম, সিপিএম পরিবারের সঙ্গে কেউ যেন বৈবাহিক সম্পর্ক না গড়ে। এমনকী বাজারে বা চায়ের দোকানে সিপিএম সমর্থকদের সঙ্গে গল্প করতেও আমি তৃণমূল পরিবারকে নিষেধ করেছিলাম। আজও সেই একই কথা বলছি। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী যদি বাম জমানার সমস্ত দুর্নীতির তদন্তের নির্দেশ দেন, তবে সিপিএম নেতাদের যে কী হাল হবে তা তাঁরা বুঝতে পারছেন না।
এক যুগ আগে জ্যোতিপ্রিয় ওই মন্তব্য নিয়ে রাজ্যে জোর আলোড়ন পড়েছিল। তৃণমূলের পক্ষ থেকেও এই মন্তব্যের নিন্দা করা হয়েছিল। শনিবার অবশ্য ফের মন্ত্রী একই কথা বলে দলের তরফে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি।
উত্তর ২৪ পরগনা জেলার হাবরা ১ নম্বর ব্লক অফিসে শনিবার দুয়ারে ডাক্তার পরিষেবার আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন বনমন্ত্রী। হাজির ছিলেন, বারাসত হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল- সহ জেলার একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। কর্মসূচির পর সাংবাদিকদের মন্ত্রী বলেন, সম্পূর্ণ বিনা খরচে ডাক্তার পরিষেবা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। জেলার বিভিন্ন ব্লকে পরে এই ধরনের কর্মসূচি নেওয়া হবে।
জ্যোতিপ্রিয়র মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ সিপিএম নেতৃত্ব। সিপিএম নেতাদের বক্তব্য, আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত তৃণমূল খেই হারিয়ে ফেলেছে। তাই নেতা মন্ত্রীরা উল্টোপাল্টা বকতে শুরু করেছেন। মানুষ আর ওদের কথায় বিশ্বাস করছে না।

