নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে সাংবাদিকদের মধ্যে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার৷ তাতে সহযোগিতায় ছিল মেট্রিক্স চেস একাডেমি৷ দাবা প্রতিযোগিতায় মোট ৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন৷ আগরতলা প্রেসক্লাব আয়োজিত ’গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -’’২৩ চলছে জোরকদমে৷ আগামী ২৬ মার্চ, রবিবার, আস্তাবলে স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে সাংবাদিকদের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা৷ অংশগ্রহণকারী ৪০ জন ক্রিকেটার সাংবাদিককে চারটি দলে ভাগ করে নকআউট প্রথায় প্রতিযোগিতা অনুষ্ঠিত৷ এছাড়া মহিলা সাংবাদিক ও ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের মহিলা ক্রিকেটারদের মধ্যে একটি প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচে অনুষ্ঠিত হবে৷ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের অন্যতম রঞ্জি অধিনায়ক তথা প্রাক্তন ক্রিকেটার রাজীব দেববর্মা৷ এদিকে আজ আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে সাংবাদিকদের মধ্যে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ তাতে সহযোগিতায় রয়েছে মেট্রিক্স চেস একাডেমি৷ অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যাদের মধ্যে ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে৷ দাবা প্রতিযোগিতার পর ক্রমান্বয়ে ক্রিকেট, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে৷
2023-03-25