নকআউট ক্রিকেট, রি-প্লেতে পোলস্টারকে হারিয়ে সেমিফাইনালে ইউনাটেড ফ্রেন্ডস

ইউনাটেড ফ্রেন্ডস-‌২৩৭

পোলস্টার-‌৬০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ।।পোলস্টারকে ধরাশায়ী করে সেমিফাইনালে পৌঁছে গেলো হট ফেভারিট ইউনাটেড ফ্রেন্ডস। দলকে শেষ চারে তুলতে মুখ্য ভূমিকা নেন দলনায়ক রজত দে এবং স্পিনার পারভেজ সুলতান। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতায়। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে ইউনাটেড ফ্রেন্ডস ১৭৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে পোলস্টারকে। প্রথমে ব্যাট নিয়ে ইউনাটেড ফ্রেন্ডসের গড়া ২৩৭ রানের জবাবে পোলস্টার মাত্র ৬০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের রজত দে ৮৬ রান এবং পারভেজ সুলতান ৫ উইকেট পেয়েছেন। সেমিফাইনালে কসমোপলিটনের বিরুদ্ধে খেলবে ইউনাটেড ফ্রেন্ডস। ২৫ মার্চ হবে ম্যাচটি। মঙ্গলবার বৃষ্টির জন্য মাঝপথে খেলা পরিত্যক্ত হওয়ায় বুধবার পুনরায় হয় ম্যাচটি। মাঠ কিছুটা ভিজে থাকায় নির্ধারিত সময়ের পর খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ৪৫ এ। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইউনাটেড ফ্রেন্ডস ৪৪.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৭ রান করে। শুরুতে বিশাল ঘোষের দুরন্ত ব্যাটিংয়ে ইউনাটেড ফ্রেন্ডস বড় স্কোরের স্বপ্ন দেখলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় একসময় দল থমকে পড়েছিলো। ওই সময়ই অধিনাকোচিত ইনিংস খেলে দলকে লড়াকু স্কোর গড়াতে মুখ্য ভূমিকা নেন রজত দে। রজত  ৮৯ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৮৬ রান করেন। এছাড়া দলের পক্ষে ওপেনার বিশাল ঘোষ ৩৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬,সেন্টু সরকার ৩৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫, উদীয়ন বসু ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, শুভম ঘোষ ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং পারভেজ সুলতান ২১ বল খেলে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। পোলস্টারের পক্ষে সন্দীপ সরকার (‌৪/‌৩৪) এবং দ্বৈপায়ন ভট্টাচার্য (‌২/‌২৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে শুরুতেই অর্জুন দেবনাথের ত্বেজে ঝলসে পড়ে পোলস্টার। মাত্র ১১ রানে ২ উইকেট হারানোর পর পারভেজ সুলতানের বিষাক্ত স্পিনের ভেলকিতে কুপোকাৎ হয়ে পড়ে পোলস্টার। এবং দল ২০.‌৫ ওভারে মাত্র ৬০ রান করার ফঁাকে সবকটি উইকেট হারিয়ে বসে। দলের পক্ষে নীহাল চন্দ্র শ্রীবাস্তব ৩৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ‌‌১৮ এবং ভরত রাওয়াত ৩০ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে পারভেজ সুলতান (‌৫/‌১৪), অর্জুন দেবনাথ (‌২/‌১২) এবং অপূর্ব বিশ্বাস (‌২/‌২১) সফল বোলার। ‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *