নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ বুধবার ভোরে নেশা বিরোধী অভিযান চালিয়ে সিধাই থানার গোপালনগর এর রবীন্দ্রপল্লীতে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ৷ নেশা বিরোধী অভিযানে এবার বড় ধরনের সাফল্য পেল সিধাই থানার পুলিশ৷ গোপন সূত্রের ভিত্তিতে মোহনপুর গোপালনগর এলাকার রবীন্দ্রপল্লীর এক বাড়িতে অভিযান চালিয়ে শুকনো গাঁজা ও বিভিন্ন নেশা সামগ্রী সহ প্রায় অর্ধ কোটি নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ৷ ঘটনায় জড়িত অমৃত পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে বুধবার ভোররাতে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ অমৃত পালের বাড়িতে হানা দেয়৷ হানা দিয়ে ওই বাড়ি থেকে ৩০ কেজি শুকনো গাজা ৮০০ ইয়াবা ট্যাবলেট এবং বেশ কিছু নেশা জাতীয় এসকাপ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে৷ পুলিশ ওই বাড়ি থেকে একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে পুলিশের এ ধরনের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে৷
2023-03-22

