কলকাতা, ২০ মার্চ (হি. স.) : গরুপাচার মামলায় আজও হাজিরা দিলেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। এই নিয়ে দ্বিতীয় দিন হাজিরা এড়ালেন তিনি।সোমবার ১১টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্যাকে।
দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্যাকেও। হাজিরার নির্দেশ দেওয়া হয় অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষ, অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজককেও। প্রসঙ্গত, একদিকে ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। আদালতের নির্দেশের পর ধৃত মণীশ কোঠারিকে নিয়ে যাওয়া হবে তিহাড় জেলে। আর এমনই এক পরিস্থিতিতে হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা।

