নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ রবিবার অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের নবনিযুক্ত মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রীর টিংকু রায়কে সংবর্ধনা জ্ঞাপন করল অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন৷ সংগঠনের এক প্রতিনিধি দল রবিবার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের সরকারি বাসভবনে গিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন৷ এদিন সংবর্ধনা জ্ঞাপন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান রাজ্যে দাবার প্রসার ঘটাতে তারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পরামর্শক্রমে কাজ করতে বদ্ধপরিকর৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী প্রশান্ত কুন্ডু মহোদয় সঙ্গে ছিলেন জেনারেল সেক্রেটারি দীপক সাহা যুগ্ম সম্পাদক নির্মল দাস সহ-সভাপতি জয়পদ সাহা কোষাধক্ষ্য শ্রী মিঠু দেবনাথ অর্গেনাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষ এবং অফিস এক্সিকিউটিভ অনুপম ভট্টাচার্য ত্রিপুরা রাজ্যে দাবার প্রসারে এবং দাবার উন্নয়নে মন্ত্রী সর্বতোভাবে রাজ্য দাবা সংস্থাকে সহযোগিতা করবে এবং রাজ্য দাবা সংস্থাও মন্ত্রীর পরামর্শে এগিয়ে যেতে চায়৷
2023-03-19