ক্যানিং, ১৯ মার্চ (হি. স.) পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম কর্ণ সর্দার(৬২)। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের বাহিরসোনা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। গতরাতে সকলের অলক্ষ্যে বিষ খান তিনি। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর মৃত্যু হয় কর্ণর। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।