নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ মন্দির নগরীতে এক যুবকের মৃতদেহ উদ্ধর হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ শনিবার সকালে মন্দির নগরী উদয়পুরের জোয়ালি খামার এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম জিতেন্দ্র দাস৷ বাড়ি কাঁকড়াবন থানাধীন হুরিজলা গ্রামে৷তার গায়ে আঘাতের চিহ্ণ রয়েছে৷ পেশায় সে গাড়ি চালক৷ বিলোনিয়ায় থেকে সে গাড়ি চালাত৷ জানা যায় মৃত যুবক শুক্রবার রাতে পাশের বাড়ির এক ব্যক্তির বাইক নিয়ে বের হয়৷ তার আগে ফোনে দীর্ঘক্ষণ কথা বলছিল৷৷এর পরেই বাইক নিয়ে বের হবার পর রাতে বাড়ি ফেরে নি৷ শনিবার রাস্তার মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা৷ পাশেই দাঁড় করানো ছিল বাইকটি৷খবর দেয়া হয় মৃত যুবকের বাড়িতেও৷ পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়৷ মৃত যুবকের দেহে আঘাতের চিহ্ণ রয়েছে৷ তাকে খুন করা হয়েছে বলে দাবি করেন তার ভাতিজা৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি আর কে পুর থানার পুলিশ৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ৷ এদিকে যুবকের মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়৷ এটি একটি পরিকল্পিত খুন বলেও অনেকে আশঙ্কা করছেন৷
2023-03-18

