কলকাতা, ১৮ মার্চ (হি স)। মস্তিকে অস্ত্রোপচার করে চিপ বসানো হয়েছে মুকুল রায়ের। শনিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। তবে কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে।
দীর্ঘদিন ধরে স্নায়ুরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। কলকাতায় ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার মুকুল রায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। গত মাসে অসুস্থ হয়ে বাইপাসের ধারে এই হাসপাতালে ভর্তি হন মুকুলবাবু।
চিকিৎসকরা জানান, স্নায়ু সমস্যার জন্য মাথায় জল জমছে প্রবীণ এই রাজনীতিকের। এর আগেও বেশ কয়েকবার এই সমস্যা হয়েছিল তাঁর। তাঁকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছিলেন, স্থায়ী সমাধানের জন্য তাঁর মাথায় ‘চিপ’ বসাতে হবে। তা হলে সমস্যা অনেকটাই কমবে। সেই পরার্মশের ভিত্তিতে অস্ত্রোপচার হয় গত বৃহস্পতিবার।

