আগামী কিছু দিন ভারতজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বেশিরভাগ রাজ্যে হলুদ সতর্কতা : আইএমডি

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): আগামী কিছু দিন ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করল ভারতীয় আবহাওয়া দফতর। কিছু রাজ্যে আবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি-র আবহাওয়া বিজ্ঞানী সোমা সেন রায় বলেছেন, ভারত জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের বেশিরভাগ রাজ্যে হলুদ সতর্কতা রয়েছে। উত্তর-পূর্বের রাজ্যের জন্য কমলা সতর্কতা। আগামীকাল মেঘালয় এবং অসমে ভারী বৃষ্টির আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, আমরা আগামী ৬-৭ দিনের জন্য একটি ক্রমবর্ধমান প্রবণতা আশা করি, এবং আবহাওয়া মনোরম হবে। দেশের পূর্বার্ধে বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।