সোমবার হাজিরা না দিলে কড়া পদক্ষেপ, কেষ্ট কন্যাকে চিঠি ইডি-র

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.) : অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বিরুদ্ধে এবার নোটিস জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। আগামী সোমবারের মধ্যে দিল্লিতে ইডি অফিসে হাজিরা না দিলে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বার্তা দিয়েছেন তদন্তকারীরা। সুকন্যার আইনজীবী মারফত তাঁর কাছে এই মর্মে একটি চিঠিও পাঠানো হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর। এর আগে কেষ্ট কন্যাকে গত বুধবার দিল্লিতে ডেকে পাঠানো হয়। কিন্তু, ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছিলেন।

প্রসঙ্গত, গোরু পাচারকাণ্ডে মঙ্গলবারই অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে ইডি। বুধবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করা হয়েছিল। তাঁকে বাবার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে ইডি। প্রাথমিকভাবে জানা যাচ্ছিল এমনটাই। কিন্তু, তিনি হাজিরা এড়ানোয় সেই পরিকল্পনা কার্যত ভেস্তে যায়। আইনজীবী মারফত ই মেল করে আজ দিল্লিতে ইডি অফিসে অনুপস্থিত থাকার কথা জানিয়েছিলেন সুকন্যা মণ্ডল। পালটা তাঁর আইনজীবী মারফত একটি মেল করে কড়া বার্তা দেওয়া হল সুকন্যাকেও। এবার যাতে তিনি কোনওভাবেই হাজিরা এড়াতে না পারেন, তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণের বার্তাও দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।