টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গুজরাট জায়ান্টসের

মুম্বই, ১৪ মার্চ (হি.স.) : উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের দ্বাদশ ম্যাচে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। টসে জিতলেন গুজরাট জায়ান্টস অধিনায়ক স্নেহ রানা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গুজরাট জায়ান্টসের।

গত শনিবার শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের দ্বাদশ ম্যাচে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। টুর্নামেন্টে এখনও অবধি যা পারফরম্যান্স তাতে প্রশ্ন করাই যায়, মুম্বই ইন্ডিয়ান্সকে রুখতে পারে কোন দল! এখনও অবধি একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ করে বলতে হয় তাদের বোলিংয়ের কথা। বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক একডজন উইকেট নিয়ে পার্পল ক্যাপ দখলে রেখেছেন। অলরাউন্ড পারফর্ম করছেন হেইলি ম্যাথুজ। ব্যাটিংয়ে অধিনায়ক হরমনপ্রীত কৌর, যস্তিকা ভাটিয়ে এবং ন্যাট সিবারদের কথা বিশেষ করে বলতে হয়। অন্যদিকে, গুজরাট জায়ান্টসের ধারাবাহিকতার অভাব। কোনও ম্যাচে চোখ ধাঁধানো পারফরম্যান্স, পরের ম্যাচেই হোঁচট।

মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: হরমনপ্রীত কৌর, যস্তিকা ভাটিয়া, ন্যাট সিবার, অ্যামেলিয়া কের, হুমাইরা কাজি, ইসি ওং, হেইলি ম্যাথুজ, সাইকা ইসাক, জিন্তিমনি কলিতা, অমনজ্যোত কৌর, ধারা গুজ্জর গুজরাট জায়ান্টসের একাদশ : সোফিয়া ডাঙ্কলি, সুষমা ভার্মা, সাব্বিনেনি মেঘনা, দয়ালান হেমলতা, স্নেহ রানা, হরলীন দেওল, তনুজা কানওয়ার, কিম গার্থ, অ্যানাবেল সাদারল্যান্ড, মানসী যোশী, অ্যাশলে গার্ডনার ।