কসমোপলিটন:- ২২৬/১০(৪৯.৪)
জে সি সি:- ২২৮/৫(৪০.১)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ।। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেটে তৃতীয় স্থান দখল করলো জে সি সি। মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে জে সি সি ৫ উইকেটে পরাজিত করে কসমোপলিটন ক্লাবকে। রোহিত ঘোষের অলরাউন্ড পারফরম্যান্সে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কসমোপলিটনের গড়া ২২৬ রানের জবাবে জে সি সি ৫ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। বিজয়ী দলের রোহিত প্রথমে বল হাতে বিপক্ষের ৫ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ৬৩ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। আসরের সবকটি ম্যাচে পরাজিত হয়ে অবনমন হয়েছে কসমোপলিটন ক্লাবের। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে রোহিত ঘোষের ভেলকির সামনে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় কসমোপলিটন ক্লাব। শায়ন্তন দেববর্মা অর্ধশতরান করলেও তা ছিলো অত্যন্ত ধীর গতিতে। ফলে বড় স্কোর গড়া সম্ভব হয়নি। এছাড়া দলের শেষের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় স্কোর গড়তে পারেনি দল। কসমোপলিটন ৪৯.৪ ওভার ব্যাট করে ২২৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শায়ন্তন ১০১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫১, অভিষেক শর্মা ২৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, নিনাদ কদম ৫৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, দলনায়ক পল্লব দাস ২৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭, অমেয়া সুমন ৪৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২০, ইন্দ্রজিৎ দেবনাথ ১১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং দেবপ্রসাদ সিনহা ১৭ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। জে সি সি-র পক্ষে রোহিত ঘোষ (৫/২২) সফল বোলার। এছাড়া শঙ্কর পাল, বিপীন কুমার শর্মা, অমরেশ দাস এবং তুষার সাহা ১টি করে উইকেট দখল করেছেন। জবাবে খেলতে নেমে জে সি সি ৪০.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বলের পর এদিন ব্যাট হাতেও দুরন্ত ছিলেন রোহিত শর্মা। মূলত রোহিতের অলরাউন্ড পারফরম্যান্সেই জয় পায় জে সি সি। দলের পক্ষে অভয় দ্বিভেদী ৬০ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬ রানে এবং জয় কিষান সাহা ৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে রোহিত ঘোষ ৫৮ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, ওপেনার শঙ্কর পাল ৩১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং দ্বীপজয় দেব ৪৪ বল খেলে ১৭ রান করেন। একসময় ৮৪ রানে ৪ উইকেট পর যাওয়ার পর রোহিত এবং অভয় পঞ্চম উইকেটে ১১১ রান যোগ করে দলেক জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। কসমোপলিটনের পক্ষে সাহিল সুলতান (২/৩৯) সফল বোলার।