নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): জমির বিনিময়ে চাকরি মামলায় এই মুহূর্তের সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আতসকাঁচের নীচে রয়েছেন লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও ছেলে তেজস্বী যাদব-সহ কয়েকজন আরজেডি নেতা। এই মামলা নিয়ে এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। কটাক্ষের সুরে অনুরাগ বলেছেন, লালু প্রসাদ যাদবের একটাই স্লোগান ছিল আমাকে জমি দাও, তোমাকে চাকরি দেব।
তেজস্বী যাদবের বিরুদ্ধে ইডি ও সিবিআই-এর পদক্ষেপ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে শনিবার অনুরাগ বলেছেন, তাঁর (লালু প্রসাদ যাদব) একটাই স্লোগান ছিল, ”তুমি আমাকে প্লট দাও, আমি তোমাকে চাকরি দেব”। সবাই তাদের দুর্নীতির মডেল ছেড়ে দিয়েছে, আজ যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তখন সবাই ঐক্যবদ্ধ।
বিআরএস নেত্রী কে কবিতাকেও আক্রমণ করেছেন অনুরাগ। তিনি বলেছেন, দুর্নীতি ও কেলেঙ্কারির গুরুতর অভিযোগে জড়ালেই নারীর ক্ষমতায়নের কথা মনে পড়ে। আপনারা কি তেলঙ্গানায় লুট কমাতে কাজ করেছেন যে দিল্লিতেও পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন?