নেপালের রাষ্ট্রপতি নির্বাচিত রামচন্দ্র পাউডেল, প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন ১৮ হাজারেরও বেশি ভোটে

কাঠমান্ডু, ৯ মার্চ (হি.স.) : নেপালের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রামচন্দ্র পাউডেল। রামচন্দ্র পাউডেল তাঁর প্রতিদ্বন্দ্বী সুবাশ চন্দ্র নেমব্যাঙ্গকে ১৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। পাউডেল পান ৩৩,৮০২ ভোট। অন্যদিকে সুবাশ চন্দ্র নেমব্যাঙ্গ পান ১৫,৫১৮ ভোট। নেপালের নির্বাচন কমিশনের তরফে বৃহস্পতিবার বিকেলে এই খবর প্রকাশ করা হয়।

নেপালে শুক্রবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট নেওয়া হচ্ছে। সে দেশের সংবিধান অনুযায়ী দু’বার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে তৃতীয়বার এই পদে প্রার্থী হওয়া যায় না। ফলে দ্বিতীয় দফার মেয়াদ শেষে এবার আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি বিদায়ী রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। রাষ্ট্রপতি পদের জন্য লড়াই হয়েছিল রামচন্দ্র পাউডেল ও সুবাশ চন্দ্র নেমব্যাঙ্গর মধ্যে। রামচন্দ্র পাউডেল তাঁর প্রতিদ্বন্দ্বী সুবাশ চন্দ্র নেমব্যাঙ্গকে ১৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন।