ভিলেজ ভিলেজে চলছে বামেদের বিজয়োল্লাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ ভিলেজ কমিটি নির্বাচনে বিপুল জয়ে উত্তাল হয়ে উঠেছে উপজাতি জনপদ৷ 1 (1)কল্যাণপুর ব্লক এলাকার পূর্ব ঘিলাতলী ও উত্তর ঘিলাতলী গাঁওসভার রবিবার সকাল থেকেই লাল আবিরে রাঙিয়ে মেতে ওঠেন আবাল বৃদ্ধ বণিতারা৷ ভিলেজ কমিটি নির্বাচনে সিপিএম বিপুল ভোটে জয়ী হয়েছে৷ পূর্ব ঘিলাতলী ও উত্তর ঘিলাতলী ভিলেজ কমিটির সবকটি আসনই সিপিএমের দখলে গেছে৷ ওই দুটি ভিলেজ এলাকার লোকজন রবিবার  সকাল থেকে উল্লাসে মেতে উঠেন৷  লাল আবির রাঙিয়ে ব্যান্ডের তালে তালে জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিলে সামিল হন দলীয় কর্মী সমর্থকরা৷ বিজয় মিছিল শেষে জমায়েতে বক্তব্য রাখেন দলীয় নেতা অরুণ দেববর্মা, প্রণব চক্রবর্তী, বিধায়ক মণীন্দ্র চন্দ্রদাস,  শংকর দেবনাথ প্রমুখ৷ শান্তি ও সম্প্রীতির সপক্ষেই মানুষ জয়ী করেছেন বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন৷ রাজ্যের সর্বত্রই ভিলেজ কমিটি নির্বাচনে বামেদের বিপুল জয়ে বিজয় সমাবেশ ও বিজয় মিছিল সংগঠিত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *