কয়েক বছরের মধ্যেই দেশের জিডিপি বৃদ্ধির হার ৮ থেকে ১০ শতাংশে পৌঁছবে ঃ অর্থমন্ত্রী

jetlyনয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রে নতুন সরকার গঠনের পর আর্থিক বৃদ্ধির হার টেনে তোলা অন্যতম লক্ষ্য ছিল মোদী সরকারের| সেই হার যে বাড়ছে এবং আগামীদিনে তা আর বাড়বে তারই স্পষ্ট ইঙ্গিত মিলল আর্থিক সমীক্ষা রিপোর্টে| দেশের জিডিপি (গ্রস ডোমেস্টিক প্রডাক্ট) বৃদ্ধির হার আগামী কয়েক বছরের মধ্যেই ৮ থেকে ১০ শতাংশে পৌঁছবে| শুক্রবার সংসদে আর্থিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে একথা বললেন কেন্ত্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি|
আর্থিক সমীক্ষা রিপোর্টে উল্লেখ্য, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭.৬ শতাংশ| ২০১৬-১৭ আর্থিক বছরে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭ থেকে ৭.৭৫ শতাংশের মধ্যে থাকবে বলে আশা| চলতি আর্থিক বছরে আর্থিক ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণ করা গিয়েছে| যা ছিল ৩.৯ শতাংশ| ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ বেড়ে হয়েছে ৩৪৯.৬ মার্কিন ডলার (জানুয়ারি-২০১৬)| চলতি আর্থিক বছরে মুদ্রাশ্‌ফীতির হার কমেছে| ২০১৬-১৭-তে কনজিউমার প্রাইস ইনফ্লেশন (সিপিআই) ৪.৫ থেকে ৫ শতাংশ থাকবে বলে আশা করা হচ্ছে| আগামী আর্থিক বছরে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট (সিএডি) জিডিপি-র ১-১.৫ শতাংশ রাখার লক্ষ্যমাত্রা| ২০১৫-১৬ বছরে ট্যাক্স থেকে আয়ের যে বাজেট ধরা হয়েছিল তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *