বরোদায় জাতীয় মহিলা ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় ফের হার ত্রিপুরার

ত্রিপুরা-‌৮০
অন্ধ্রপ্রদেশ-‌৮৩/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। আবারও পরাজিত ত্রিপুরা। এনিয়ে তৃতীয় পরাজয়। এবার কার্যত বিনা লড়াইয়ে আত্মসমর্পন করলেন অন্নপূর্ণা-‌রা অন্ধ্রপ্রদেশের কাছে। বরোদায় অনুষ্ঠিত জাতীয় সিনিয়র মহিলাদের ক্রিকেটে। বরোদা ক্রিকেট আকাদেমি মাঠে ত্রিপুরা পরাজিত হয় ৬  উইকেটে। প্রথম ব্যাট নিয়ে ত্রিপুরাপর গড়া মাত্র ৮০ রানের জবাবে অন্রপ্রদেশ   উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অন্ধ্রপ্রদেশের বোলারদের আটোসাটো বোলিং-‌এর সামনে মাথা তুলেই দাঁড়াতে পারেননি ত্রিপুরার ক্রিকেটাররা। ত্রিপুরাকে কার্যত একাই গুড়িয়ে দেন অন্ধ্রপ্রদেশের বি অনুষা। তুলে নেন ৫ টি উইকেট। এখানেই থমকে দাড়ায় ত্রিপুরা। একমাত্র ওপেনার মৌচৈতি দেবনাথ ছাড়া তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। মৌচৈতি ৪৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে অম্বিকা দেবনাথ ১৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১, ঋজু সাহা ১৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ এবং দলনায়িকা অন্নপূর্ণা দাস ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। ত্রিপুরা ২৬.‌১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮০ রান করতে সক্ষম হয়। অন্ধ্রপ্রদেশের পক্ষে অনুষা ছাড়া এন আর শ্রী ছারানা (‌২/‌১১) এবং ভি পুষ্প লতা (‌২/‌১৩) সফল বোলার।‌‌ জবাবে খেলতে নেমে অন্ধ্রপ্রদেশ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।দলের পক্ষে সি এইচ ঝঁাসি লক্ষ্মী ৫৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ রানে এবং ই পদ্মজা ১৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া এন অনুষা ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। ২৯ জানুয়ারি ত্রিপুরার শেষ প্রতিপক্ষ ছত্তিশগড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *