রঞ্জি ট্রফি : রাণার হাত ধরে লিড নিয়ে মরশুম শেষ ত্রিপুরার

ত্রিপুরা-‌৩৬২
মধ্য প্রদেশ-‌৩৩১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। ব্যাট হাতের পর বল হাতেও চমক দিলেন রাণা দত্ত। রাণার অলরাউন্ড পারফরম্যান্সে মরশুমের শেষ ম্যাচে লিড নিলো ত্রিপুরা। গ্রুপের শীর্ষে থাকা শক্তিশালী মধ্যপ্রদেশের বিরুদ্ধে। রণজি ট্রফি ক্রিকেটে। ইমারেল্ড হাইট ইন্টারন্যাশনাল স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ৩৬৩ রানের জবাবে মধ্যপ্রদেশ ৩৩১ রান করে। ত্রিপুরার রাণা দত্ত প্রথমে ব্যাট হাতে ৩৩ রান করার পর বল হাতে ৫ উইকেট নিয়ে ত্রিপুরাকে লিড এনে দিতে মূখ্য ভূমিকা নেন। ১১ পয়েন্ট নিয়ে মরশুম শেষ করলো ত্রিপুরা। মন্দালোর জন্য তৃতীয় দিন তেমন খেলা না হওযার পর শুক্রবার শেষ দিনেও খেলা শুরু হয় মধ্যান্নভোজের একটু আগে। এদিন শুরু থেকেই বিপক্ষের উপর স্ট্রিম রোলার চাপান ত্রিপুরার অলরাউন্ডার রাণা দত্ত। ডান হাতি ওই জোরে বোলারের তান্ডবে দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিক দল। ১০ নম্বরে ব্যাট করতে নামা কুমার কার্তিকেয়া সিং যদি প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে হয়তোবা মধ্যপ্রদেশের স্কোর ২৭০ রানের গন্ডি পার হতো না। কার্তিকেয়া ১১০ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১ রান করেন। এছাড়া দলের পক্ষে ইয়াশ দুবে ১৮৬ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৬৪, শুভম শর্মা ৯৮ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫৫, হর্ষ গোয়ালি ১০৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৭ এবং অভেষ খান ৪৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। মধ্যপ্রদেশ ১১৪.‌১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ৩৩১ রান করে। ত্রিপুরার পক্ষে রাণা দত্ত (‌৫/‌৮২) সফল বোলার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ত্রিপুরার স্পিডস্টার রাণা দত্ত। মরশুম শেষ করে আজ রাজ্যে ফিরছেন মণিশঙ্কর-‌রা।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *