যোগা খেলোয়ারদের সাফল্যে স্কুল কর্তৃপক্ষের দারুন ঘোষণা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। যোগা খেলোয়ারদের জন্য দারুন খবর। সাফল্য অর্জনকারী দুজন যোগা খেলোয়ারকে শিক্ষার সমস্ত ব্যয়ভার বহন করবে স্কুল কর্তৃপক্ষ। আজ, সোমবার, ২৩ জানুয়ারি উদযাপন উপলক্ষে শ্রীকৃষ্ণ মিশন স্কুলে আয়োজিত অনুষ্ঠানে স্কুলেরই দুজন ছাত্রী ষষ্ঠ শ্রেণির ধৃতি দেবনাথ ও অষ্টম শ্রেণির পারিজাত সাহাকে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় সাফল্যের জন্য উভয়কে দ্বাদশ শ্রেণী স্তর পর্যন্ত স্কুলে শিক্ষার সমস্ত খরচ স্কুল কর্তৃপক্ষ বহন করার কথা ঘোষণা করা হয়। স্কুলের প্রশাসনিক অধিকর্তা দীনবন্ধু দাস তাদের সাফল্যে খুশি ব্যক্ত করেন। উল্লেখ্য, এর আগেও তিনি যোগা খেলোয়াড়দের একাধিকবার সংবর্ধনা জানিয়েছেন। আজকের এই খবরে ছাত্রীদের অভিভাবক মহল ও যোগা প্রশিক্ষক শম্ভু চক্রবর্তী প্রমুখ স্কুলের প্রশাসনিক অধিকর্তা ও স্কুল কর্তৃপক্ষের নিকট অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, স্কুল কর্তৃপক্ষ ও যোগাসন প্রশিক্ষক সাফল্য অর্জনকারী ছাত্রীদের ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। ছাত্রীদের এই সাফল্যে এবং স্কুল কর্তৃপক্ষের প্রশংসনীয় ভূমিকায় অভিভাবক মহলও আপ্লুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *