নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷ সোমবার ১৮ সূর্য্যমণি নগর বিধানসভা কেন্দ্রের ঈশান চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ৩১ নং বুথের উদ্যোগে বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এদিন অশ্বিনী নগর মার্কেট এলাকায় বিদ্যাসাগর পল্লী বিদ্যালয়ে বুথ সম্মেলনের সূচনা করেন মন্ত্রী রাম প্রসাদ পাল৷ ছিলেন ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় দাস সহ স্থানীয় নেতৃত্ব৷ এদিনের বুথ সম্মেলনে ৪১ জন নতুন ভোটারদের পুষ্প স্তবক ও উত্তরীয় পরিয়ে দিয়ে বরণ করেন মন্ত্রী রাম প্রসাদ পাল৷ কাজের নিরিখে বিচার করে এই বিধানসভা কেন্দ্রের মানুষ ফের একবার বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে মুখীয়ে আছে৷ এই ক্ষেত্রে কার্যকর্তাদের অবদান কম নয়৷
2023-01-23

