নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ শান্তিরবাজার মহকুমায় ১৩২ কেভি বিদ্যৎ সাবস্টেশনের উদ্বোধন করেন৷ শান্তিরবাজার পুরপরিষদ এলাকায় এই সাবস্টেশনটি নির্মাণ করা হয়েছে৷ এজন্য ব্যয় হয়েছে ৩৪ কোটি ৩৩ লক্ষ টাকা৷ উপমুখ্যমন্ত্রী এদিন শান্তিরবাজারে গ্রামোন্নয়ন দপ্তরের শান্তিরবাজার ডিভিশন কার্যালয়েরও উদ্বোধন করেন৷ তাছাড়াও উপমুখ্যমন্ত্রী এদিন শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনুতে ২৪ কক্ষ বিশিষ্ট মার্কেট স্টল, মনপাথরে গ্রামীণ হাটের উদ্বোধন করেন৷ বীরচন্দ্রমনুতে মার্কেট স্টল নির্মাণে ব্যয় হয়েছে ৭৯ লক্ষ ৯৬ হজার ৮৬৫ টাকা ও মনপাথরে গ্রামীণ হাট নির্মাণে ব্যয় হয়েছে ৪৩ লক্ষ ৩৬ হাজার টাকা৷ শান্তিরবাজার মহকুমা সফরে এসে উপমুখ্যমন্ত্রী এদিন বকাফা ব্লকের কাঁঠালিয়াছড়া এডিসি ভিলেজের মনপাথর-বৈদ্যবাড়ি চাকমাপাড়া সড়কটির উদ্বোধনও করেন৷ এই সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৯ লক্ষ ৭ হাজার টাকা৷ এ সমস্ত প্রকল্পের উদ্বোধনের সময় উপমুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন স্বপা বৈদ্য, বিদ্যৎ সচিব বিজেশ পাণ্ডে প্রমুখ৷