এগিয়ে চলো: ২
লাল বাহাদুর :০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। দুর্দান্ত জয় এগিয়ে চলো সংঘের। হারিয়েছে লাল বাহাদুর ব্যামাগারকে। ২-০ গোলের ব্যবধানে। এই জয়ের সুবাদে এগিয়ে চলো সংঘ লীগ রানার্স খেতাব নিশ্চিত করে নিয়েছে। শুধু তাই নয় এগিয়ে চলো সংঘের সামনে এখন লীগ চ্যাম্পিয়নের হাতছানি। ১০ জানুয়ারি, মঙ্গলবার সুপার লিগের শেষ ম্যাচে জুয়েলস এসোসিয়েশনকে অন্ততপক্ষে রুখতে পারলে অর্থাৎ ম্যাচ ড্র হলেই এগিয়ে চলো সংঘ লীগ চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে নেবে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন সুপার লিগের গুরুত্বপূর্ণ খেলায় এগিয়ে চলো সংঘ দুই গোলের ব্যবধানে লাল বাহাদুর ব্যয়ামাগারকে পরাজিত করেছে। তবে মাঠে আজ কার্ডের ছড়াছড়ি ফুটবল মাঠের খেলার পরিবেশ অনেকটা নষ্ট করে দিয়েছে। দুদলের সাতজনকে হলুদ ও লাল কার্ড দেখাতে হয়েছে রেফারির। এক দলের পাঁচজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেও অপর দলের দুজনকে ডাবল বুকিং এর পরিপ্রেক্ষিতে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করতে হয়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলায়ও যথেষ্ট আক্রমণ প্রতিআক্রমন বিরাজ করে। শেষ পর্যন্ত কেউ কাউকে ছাড়তে রাজি নয় বলে রাফ এন্ড টাফ খেলাটা বেশি হয়েছে। খেলার ৫৫ মিনিটের মাথায় পারভেজ ভূঁইয়ার গোলে এগিয়ে চলো সংঘ লিড নেয়। ১১ মিনিট বাদে বিদেশি খেলোয়াড়ের অ্যরিস্টাইড আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে ২-০ হয়। পুরো ম্যাচে কার্ডে কার্ডে ছয়ালাপ চোখে পড়লেও কার্যত, তৃতীয় গোল কেউ করার সুযোগ পায়নি। আখেরে ডাবল বুকিং অর্থাৎ লাল কার্ড দেখার কারণে লাল বাহাদুরের জেলস রাই ও প্রতাপ সিং জমাতিয়া দুজনেই পরবর্তী ম্যাচে ফরোয়ার্ডের বিরুদ্ধে খেলতে পারবেনা। এটাও বিশেষ খবর। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়, বিপ্লব সিংহ, অসীম বৈদ্য ও পল্লব চক্রবর্তী।