চণ্ডীগড়, ৭ জানুয়ারি (হি.স.) : ভারত-পাক সীমান্ত এলাকায় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। এই বাংলাদেশি নাগরিক ভিসা ছাড়াই আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছিল। ভিসা ছাড়াই তাকে বাধা দেওয়া হলে তিনি কাঁটাতারের বেড়া পার হয়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করে।
বিএসএফ জানিয়েছে, আটক বাংলাদেশির নাম ৬২ বছর বয়সী মহম্মদ মাহমুদ আলম। অমৃতসর সেক্টরের বিওপি রোদেওয়ালা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিএসএফ মহম্মদকে পুলিশের হাতে তুলে দিয়েছে। মহম্মদের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে বিএসএফ। জিজ্ঞাসাবাদে সে জানায়, সে তার পরিবারের কাছে যেতে চায়।
বিএসএফের কাছে তার জবানবন্দিতে মহম্মদ বলেন, ভারতে আসার পরে, তিনি একজন এজেন্টের সাথে দেখা করেন। তার কাছ থেকে ওই এজেন্ট টাকা নিয়েছিল এবং তাকে আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যেতে বলেছিল। তার মতে, তিনিও দুই দিন আগে আটারি সীমান্তে পৌঁছেছিল, কিন্তু তার পাসপোর্টে পাকিস্তানের ভিসা না থাকায় শুল্ক বিভাগের কর্তারা তাকে ফেরত পাঠায়।