BRAKING NEWS

বিভিন্ন দপ্তরে নতুন পদ সৃষ্টি, মন্ত্রিসভার বৈঠকে আশাকর্মীদের ভাতা ১ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত

আগরতলা, ৩ জানুয়ারি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে আশাকর্মীদের ভাতা ১ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, এতে রাজ্যের মোট ৭ হাজার ৭৬৭ জন আশাকর্মী উপকৃত হবেন।

সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে আরও কিছু সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেন, সারা রাজ্যের মিড ডে মিলে যুক্ত কুক কাম হেল্পারদের ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে। তিনি জানান, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের অধীনে নিযুক্ত পাম্প অপারেটরদের ভাতা আরও ২৩০০ টাকা এবং গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের অধীনে নিযুক্ত পাম্প অপারেটরদের বেতন ভাতা আরও ২৪৯০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত আজ মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে৷

তিনি জানান, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে হোমগার্ডদের মসিক পেনশন ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে। পাশাপাশি কর্মরত হোমগার্ডদের বেতন আরও ১ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে বর্তমানে তাদের বেতন হবে ১৯ হাজার ১৪০ টাকা। তিনি জানান, নতুন সরকার আসার পর তাদের বেতন বাড়িয়ে ১৮ হাজার ১৪০ টাকা করা হয়েছিল। আজ তা আরও ১০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, উত্তর ত্রিপুরা জেলায় আর্যভট্ট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে বিভিন্ন পদে নিয়োগের জন্য ৩৪টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। তিনি জানান, নির্বাচন দপ্তরের অধিনে ১৬টি ইলেকশন ইন্সস্পেক্টরের পদে লোক নেওয়া হবে। বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় রাজ্যের আরও ২৫টি বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, এমবিবি বিশ্ববিদ্যালয়ে ৩২টি শিক্ষক এবং অশিক্ষক পদে লোক নিয়োগ করার জন্য পদ সৃষ্টি করা হয়েছে৷ জনজাতি কল্যাণ দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধীনে যেসব ছাত্রছাত্রী বোর্ডিং-এ থেকে পড়াশোনা করছে তাদের প্রতিদিনের বোর্ডিং স্টাইপেন্ড ৬৫ টাকা থেকে বুদ্ধি করে ৮০ টাকা করা হয়েছে। আগামীকাল রাজ্যের একমাত্র সায়েন্স সিটির উদ্বোধন হবে। সায়েন্স সিটিতে প্রবেশ করার জন্য রাজ্য সরকার ন্যূনতম প্রবেশ মূল্য ধার্য্য করেছে। জেনারেল ভিজিটরদের প্রবেশের ক্ষেত্রে ৩০ টাকা, শিক্ষার্থীরা যারা সাধারণ ভিজিটর হিসেবে আসবেন তাদের ক্ষেত্রে ২০ টাকা এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন সহ আসবে তাদের ক্ষেত্রে ১০ টাকা করা হয়েছে।

একইরকমভাবে থ্রিডি থিয়েটারে প্রবেশের ক্ষেত্রে জেনারেল ভিজিটর ৩০ টাকা, বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা জেনারেল ভিজিটর হিসাবে আসবে তাদের জন্য ৩০ টাকা এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন সহ আসবেন তাদের জন্য ২০ টাকা প্রবেশ মূল্য ধার্য্য করা হয়েছে।

তিনি জানান, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের অধীনে ট্রান্সমিশন কাজের সুবিধার্থে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড খোলা হবে। তারা ৩৩ কেভি পর্যন্ত বিদ্যুৎ ট্রান্সমিশনের কাজ করবে। তিনি আরও জানান, আজকের মন্ত্রিসভার বৈঠকে রাজনৈতিকভাবে যারা খুন হয়েছেন তাদের পরিবার থেকে আরও ৫ জনকে আজ চাকরির অফার দেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায় জানান, রাজ্যের ৯ হাজার ৯১১ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং ৯ হাজার ৯১১ জন অঙ্গনওয়াড়ি হেল্পারদের সান্মানিক ভাতা যথাক্রমে ৬০০ এবং ৭০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তিনি জানান, অঙ্গনওয়াড়ি কর্মীদের বর্তমানে ন্যূনতম বেতন হবে ৮ হাজার টাকা এবং হেল্পারদের ন্যূনতম বেতন হবে ৫ হাজার টাকা।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, বর্তমান সরকার গঠিত হওয়ার পর ডাই-ইন- হারনেসের মাধ্যমে ১ হাজার ২৭১ জনকে চাকুরি দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *