বালুরঘাট, ৩ জানুয়ারি (হি.স.): বালুরঘাটের সভা থেকে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের সভা থেকে রাজ্যে ঋণ, বেকারত্ব, নিয়োগ দুর্নীতি সহ নানা বিষয় তুলেও তৃণমূল সরকারকে দুষেছেন তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রীর ও তাঁর গরিবদের জন্য বিভিন্ন প্রকল্পের ভূয়সী প্রশংসাও করেন শুভেন্দু।
এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শহরে সভা করেন শুভেন্দু। এই সভার প্রথম থেকেই তৃণমূলনেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা। তৃণমূলের হাত থেকে রাজ্যকে বাঁচানোর ডাক দেন শুভেন্দু। আগামী পঞ্চায়েত ও ২৪-এর লোকসভা ভোটে বিজেপিকে ফের ক্ষমতায় নিয়ে আসারও আহ্বান জানান তিনি।
এদিন শুভেন্দু বলেন, ‘সিএএ তো হবেই। এনআরসি চাই, লাভ জিহাদের বিরুদ্ধে আইনও চাই। যারা একদিন সিএএ-র ভয়ে নেত্রীর পেছনে ছিল, তারাও সরে পড়েছে। এখন শুধুমাত্র নেত্রীর পেছনে আছে পুলিশ। সেই পুলিশ দিয়েই দল চালাচ্ছেন নেত্রী। ভাবছেন, পুলিশবাবা পার করেগা। যেদিন পুলিশও সরে যাবে, সেদিন এই রাজ্য থেকে তোলামুল দলটাই উঠে যাবে। পিসি, ভাইপোও থাকবে না।’
শুভেন্দুর আরও অভিযোগ, ২০১৮ সালে রাতের অন্ধকারে পঞ্চায়েত ভোট লুট করে বিজেপিকে কয়েকটি জেলা পরিষদ হাতছাড়া করেছিল তৃণমূল। এবার সেদিকে লক্ষ্য রেখে কোমড় বেঁধে ভোটে লড়াইয়ের ডাক দেন তিনি। তাঁর কথায়, ‘এবারে বিজেপিকে জেতাতেই হবে। আমি যদি মাননীয়াকে নন্দীগ্রামে হারাতে পারি, তাহলে আপনারা কেন নিজের গ্রামে পদ্মফুল ফোটাতে পারবেন না?’