গুরুদাসপুর, ৩ জানুয়ারি (হি.স.): সীমান্তের কাঁটাতার পেরিয়ে পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল অস্ত্রধারী এক অনুপ্রবেশকারী, সেই সন্দেহভাজনকে থামতে বলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা, কিন্তু সে এগিয়ে আসতে থাকে। এরপর গুলি চালান বিএসএফ জওয়ানরা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই পাক অনুপ্রবেশকারীর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র।
বিএসএফ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ গুরুদাসপুর সেক্টরের বিওপি চান্না-তে মোতায়েন বিএসএফ জওয়ানরা সীমান্তের কাঁটাতারের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তাঁরা দেখেন অস্ত্রধারী এক সন্দেহভাজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে, তৎক্ষণাৎ ওই সন্দেহভাজনকে থামতে বলা হয়। কিন্তু, সে এগিয়ে আসতে থাকলে বিএসএফ জওয়ানরা গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই অনুপ্রবেশকারীর। পরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।