তামিলনাড়ুর কুড্ডালোরে ছ”টি গাড়ির মধ্যে সংঘর্ষ, প্রাণ হারালেন একই পরিবারের ৫ সদস্য

চেন্নাই, ৩ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় ছ”টি গাড়ির একে-অপরের মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। মৃতরা সবাই একই পরিবারের সদস্য। মঙ্গলবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে ভেপ্পুরের কাছে ত্রিচি-চেন্নাই জাতীয় সড়কের ওপর।

পুলিশ জানিয়েছে, দু”টি বাস, দু”টি লরি ও দু”টি গাড়ির মধ্যে এই সংঘর্ষ হয়।দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় পুলিশ ও দমকল। ভেপ্পুর দমকল কর্মীদের সাহায্যে দেহগুলি গাড়ি থেকে উদ্ধার করা হয়। মৃতদের নাম ও পরিচয় জানা না গেলেও আরসি বুক দেখে পুলিশ জানিয়েছে সকলেই একই পরিবারের সদস্য এবং তাঁদের বাড়ি চেন্নাইয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *