শিক্ষক নিয়োগের দাবীতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন টিওয়াইএফের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷  শনিবার পাঁচ দফা দাবি নিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে টি ওয়াই এফ এবং টি এস ইউ কেন্দ্রীয় কমিটি৷ এদিন ৬ সদস্যের এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে অধিকর্তার কাছে তাদের দাবি সনদ তুলে দেন৷ টি ওয়াই এফ-র সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা জানান এস টি জি টি এবং এস টি পি জি -তে থাকা শূণ্য পদগুলিতে সংরক্ষিত হিসাবে থাকা তপশিলি জাতী ভুক্তদের নিয়োগ করা, সংরক্ষিত পদ গুলি পুরনের জন্য নতুন পদের সৃষ্টি করা, সমস্ত সরকারী, বেসরকারি সুকল এবং কলেজ গুলিতে ককবরক ভাষা চালু করা এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ সহ পাঁচ দাবিতে এই ডেপুটেশন প্রদান৷ ৬ হাজার শুন্যপদ থাকার পরেও শিক্ষা দপ্তর কেন ২৩০ টি পদ পূরণের নোটিফিকেশন জারি করল তা নিয়ে প্রশ্ণ তোলেন তিনি৷ ভাবী শিক্ষক শিক্ষিকাদের বঞ্চিত করতেই সরকার এই পন্থ নিল এই নিয়েও সরব হন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *