তেলিয়ামুড়ার গামাইবাড়িতে হিমঘর পাঁচ বছর যাবত বিকল, কৃষকরা হতাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷  তেলিয়ামুড়ার গামাই বাড়িস্থিত কোল্ড স্টোরেজটি পাঁচ বছর যাবত বিকল৷  পুনরায় সচল করার নেই কোন উদ্যোগ৷ যার ফলে বিপাকে পড়েছেন আলু চাষিরা৷ বাম দলের নেতৃত্বরা কৃষক দরদী বলে হাঁক ডাক দিয়ে মাঠ ময়দান সরগরম করে তুললেও প্রকৃতপক্ষে বাম দল কৃষকদের কতটা প্রকৃত বন্ধু বা দরদী এটা মূলত উপলব্ধি করা যায় তাদের কাজকর্মের মধ্য দিয়ে৷ কৃষকদের প্রতি দরদ দেখিয়ে তেলিয়ামুড়ার গামাই বাড়িতে একটি তেলিয়ামুড়া কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছিল৷ এই কোল্ড স্টোরটি ২০০২ সালের ৪ এপ্রিল  ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধন করেছিল তৎকালীন বাম সরকার৷ এই কোল্ড স্টোরটি উদ্বোধনের পর কৃষকরা আশায় বুক বেঁধে ছিল তারা কোল্ড স্টোরে আলু রেখে সংরক্ষণ করতে পারবে৷ ওই সময় আলু চাষিরা আলুও রেখেছিল কোল্ড স্টোরটিতে৷ কিন্তু কোল্ড স্টোরে থাকা জনা কয়েক জন কর্মচারীর দায়িত্ব জ্ঞান হীনতার  কারণে  কৃষকদের রাখা আলুর পচন প্রক্রিয়া ঘটেছিল বাম আমলেই৷ কালের বিবর্তনে বাম আমলেই কৃষকদের স্বার্থে গড়া সাদের কোল্ড স্টোরেসটি অকেজো হয়ে পড়ে৷ বর্তমানেও গামাই বাড়ি স্থিত কোল্ড স্টরেসটি অকেজো৷ এই অবস্থায় দীর্ঘ বছরের পর বছর ধরে আলু চাষিরা মহাবিপাকে কোল্ড স্টোরেজে থাকা অত্যাধুনিক বিভিন্ন মেশিন গুলি পড়ে থাকতে থাকতে জং ধরে গেছে৷ বর্তমানে এই কোল্ড স্টোরে জৈনক এক চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন৷ তিনি  কথা প্রসঙ্গে জানান বিগত পাঁচ বছর ধরে কোল্ড স্টোরটি সম্পূর্ণরূপে অকেজো৷ অন্যদিকে এই কল্ডো স্টোর টি সংস্কার করে পুনরায় সচল করার কোন উদ্যোগ নিচ্ছে না বর্তমান রাজ্য সরকারও৷  এতে আলুর চাষিরা মহা বিপাকে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *