করিমগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড

করিমগঞ্জ (অসম), ৩০ ডিসেম্বর (হি.স.) : ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বরাতজোরে রক্ষা পেয়েছে শতবর্ষ পুরোনো করিমগঞ্জের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে মিড-ডে মিলের কয়েক কুইন্টাল চাল। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি শ্রেণিকক্ষ।

আজ শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর দেওয়া হয় করিমগঞ্জ দমকলে। খবর পেয়ে একটি ইঞ্জিন নিয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিদ্যালয়ের গুদামঘরে আগুন দেখে প্রথমে খবর দেন দমকল বাহিনীকে। খবর পেয়ে ছুটে আসেন বিদ্যালয়ের অধ্যক্ষ শৈবালকান্তি দাস। এর পর ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বিদ্যালয়। তবে কয়েকবস্তা চাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ প্রসঙ্গে স্কুলের অধ্যক্ষ বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়। অগ্নিকাণ্ডের ফলে ৪৫ কুইন্টাল চাল ও কিছু কাঠের সামগ্রী ও আসবাবপত্র নষ্ট হয়েছে। কোথাও শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *