উত্তর দিনাজপুরে সারা ভারত সাঁওতালি লেখক অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা সম্মেলন

রায়গঞ্জ, ২৯ ডিসেম্বর (হি. স.) : বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে শুরু হল সারা ভারত সাঁওতালি লেখক অ্যাসোসিয়েশনের দুদিন ব্যাপী ১৭তম পশ্চিমবঙ্গ শাখা বার্ষিক সম্মেলন । আর জেলার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে সাঁওতালি ভাষার লেখকেরা উপস্থিত ছিলেন। আগামীকাল পর্যন্ত চলবে এই সম্মেলন। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ও জেলা সভাধিপতি কবিতা বর্মন। সাঁওতালি নৃত্যের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় অতিথিদের। প্রদীপ প্রজ্জ্বলন ও সমবেত সংগীতের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের জেলা তথা রাজ্যস্তরের নেতৃত্ব বর্গ।

মূলত সাঁওতালি ভাষাকে প্রাধান্য দেওয়া, সাঁওতালি ভাষায় প্রকাশিত বই প্রকাশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, সাঁওতালি ভাষায় শিক্ষাদানের প্রসার বিষয়ে আলোচনা হয় সম্মেলনে। পাশাপাশি সাঁওতালি ভাষার লেখকদের সম্মাননা জ্ঞাপন করা হয়। সংগঠনের নর্দান জনের সম্পাদক দিলীপ কিস্কু, পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক দ্বিজপদ হাঁসদা সহ অন্যান্যরা ছিলেন। দ্বিজপদ হাঁসদা বলেন, ‘পশ্চিমবঙ্গের লেখকেরা দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা করে আসছেন তাদের সম্মান দেওয়ার পাশাপাশি সাহিত্য বিষয়ে, স্কুল সিলেবাস, পত্রপত্রিকা, পুস্তকের বাজার নিয়ে আলোচনা ও বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।