মুম্বই, ২৯ ডিসেম্বর (হি.স.): বার্ধক্যজনিত অসুস্থতায় আহমেদাবাদে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। প্রধানমন্ত্রীর মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বৃহস্পতিবার আহমেদাবাদে ইউ এন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি এন্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী সুস্থ হয়ে উঠছেন।
প্রধানমন্ত্রী মায়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। পওয়ার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক অত্যন্ত নিবিড়, এই সময়ে তাঁর মনের ওপর দিয়ে কী যাচ্ছে তা তিনি বুঝতে পারছেন। প্রধানমন্ত্রীর মায়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন শরদ পওয়ার।