BRAKING NEWS

আবাস যোজনা ঘর বিলিতে অশান্তি, পথ অবরোধ করে বিক্ষোভ জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বিলিতে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগে সোমবার জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। অন্যদিকে আবাস যোজনায় বাড়ি না পাওয়ার জন্য প্রতিবাদ করায় এক ব্যাক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপি করার জন্য বাড়ির তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি বিরোধী দলের। অভিযোগ ভিত্তিহীন পালটা দাবি তৃণমূলের। সোমবার জলপাইগুড়িতে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের এক মহিলা কর্মীর বাড়ি ঘেরাও করেন গ্রামবাসীরা।

আর বালা পাড়ায় তিস্তা বাঁধের রাস্তা অবরোধে সামিল হন গ্রামবাসীরা। অভিযোগ, ভাঙা ঘরে বসবাস করেন এরকম ব্যক্তির বাড়িতে সমীক্ষার পরেও ঘর দেওয়া হয়নি। যার জেরে এদিন তৃণমূলের ঝান্ডা নিয়ে আন্দোলনে নামেন স্থানীয়রা। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সঞ্জয় নগর কলোনির বাসিন্দাদের অভিযোগ, যাদের পাকা বাড়ি রয়েছে তারা ঘর পেয়েছেন। যারা প্রকৃত প্রাপক তারা বঞ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *