নিউইয়র্ক, ২৩ ডিসেম্বর (হি.স.): ভারত কখনই মানবতার শত্রু, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হতে দ্বিধা করেনি। বললেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার) ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেছেন, “শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির সমর্থনে আমরা কথা বলেছি; সন্ত্রাসের মতো মানবতার শত্রুর বিরুদ্ধে সরব হতে ভারত দ্বিধা করেনি। আমরা যখন নিরাপত্তা পরিষদে কথা বলেছি, তখন আমরা ১.৪ বিলিয়ন ভারতীয় অথবা মানবতার ১/৬ ভাগ মানুষের পক্ষে কথা বলছিলাম।”
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ আরও বলেছেন, “সামুদ্রিক নিরাপত্তা ছিল সর্বোত্তম উদাহরণ যেখানে, খুব বেশি দিন আগে পর্যন্ত, নিরাপত্তা পরিষদ শুধুমাত্র জলদস্যুতার ইস্যুতেই মনোনিবেশ করেছিল, যেখানে সামুদ্রিক নিরাপত্তা অনেক বড় সমস্যাগুলির পাশাপাশি একটি বৃহৎ সেনা-অবদানকারী দেশকে অন্তর্ভুক্ত করে।”