জাতীয় অ্যাথলেটিক্সে ৩টি স্বর্ণপদক বিজয়ী আমজাদকে উষ্ণ সম্বর্ধনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর।। জাতীয় অ্যাথলেটিক্সে তিনটি স্বর্ণপদক জিতে আবারও রাজ্যের নাম উজ্জ্বল করেছে কাকড়াবন-এর আমজাদ হোসেন। এটি তার দ্বিতীয় সাফল্য। ২০১৮ সালেও আমজাদ পাঞ্জাবের লুধিয়ানাতে একই রকম তিনটি ইভেন্টে স্বর্ণপদক জিতে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছিল। ১৪ থেকে ১৬ ডিসেম্বর নয়া দিল্লিতে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২২ তম জাতীয় দৃষ্টিহীন চ্যাম্পিয়নশিপে ৬ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দল অংশ নিয়েছিল। অন্য খেলোয়াড়রা সাফল্য থেকে কিছুটা দূরে অভিযান শেষ করলেও আমজাদ তার ফেভারিট তিনটি ইভেন্ট ৮০০ মিটার, ১৫০০ মিটার এবং ৫০০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতে নিয়েছে । শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ “বেস্ট টিম অফ্ অ্যাথলেটস” ট্রফিও জিতে এনেছে ত্রিপুরার জন্য। বৃহস্পতিবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিশেষ করে প্রেস রিভিউ অনুষ্ঠানে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির পক্ষ থেকে আমজাদ হোসেনকে উষ্ণ সম্বর্ধনা এবং অভিনন্দন জানানো হয়। সংস্থার কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানানোর পাশাপাশি ক্রীড়া বিষয়ক আরো কিছু সুযোগ সুবিধা পেলে শারীরিকভাবে বিশেষ সক্ষম খেলোয়াড়রা বিশেষ করে দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধী খেলোয়াড়েরা আরও সাফল্য পাবে বলে আশা ব্যক্ত করে এ বিষয়ে ব্যবস্থাপনা বৃদ্ধির আর্জি জানান। প্রসঙ্গক্রমে উপযুক্ত প্রশিক্ষক নিযুক্তির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা এবং প্রশিক্ষণ প্রদানের জন্য সংশ্লিষ্ট সরকার ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর প্রধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। প্রেস রিভিউ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্য সংস্থার সাধারণ সচিব সহদেব সাহা সহ অন্যান্য কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *