ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর।। ব্যাটিং সাফল্য না পেলে ত্রিপুরা দল জয়ের মুখ দেখবে না। গ্রুপ লীগের শেষ ম্যাচে উড়িষ্যার বিরুদ্ধেও ত্রিপুরা ব্যাকফুটে পিছোচ্ছে। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দেড় শতাধিক রানের মধ্যে থেমে যাওয়ার পাশাপাশি বোলারদের ব্যর্থতাও ওড়িশাকে চালকের আসনে উন্নীত হওয়ার অন্যতম কারণ। গুজরাটের সুরাটে লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে বিজয় মার্চেন্ট অনূর্ধ্ব ১৬ ক্রিকেটের গ্রুপ লীগের শেষ ম্যাচে ত্রিপুরা ওড়িশা তিনদিবসীয় ম্যাচ আজ থেকে শুরু হয়েছে। টস জিতে ওড়িশা প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ত্রিপুরা দল আমন্ত্রণ পায় প্রথমে ব্যাটিংয়ের। দেবাংশুর ব্যাটে ৪৪ রান-ই সর্বাধিক। এছাড়া, সাগর সূত্রধরের ১৮ রান এবং সৌরদীপ দেববর্মার ১৭ রান কিছুটা উল্লেখ করার মতো। অতিরিক্ত খাতে ২২ রান না পেলে ত্রিপুরার চেহারা আরও মলিন হতো। ৬১ ওভার ৩ বল খেলে ত্রিপুরা দল ১৪১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। রতি বারীক ২৯ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া প্রিয়াংশু মহান্তি ও কুবের শাহু পেয়েছে দুটি করে উইকেট। দিনের খেলার শেষ পর্যায়ে প্রত্যুত্তরে উড়িষ্যা ২৮ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। এক উইকেট হারিয়ে ওড়িশা ৬৯ রান সংগ্রহ করে নিয়েছে। শুভাশিস মল্লিক ৩৪ রানে এবং আমন দাস ২৭ রানে উইকেটে রয়েছে। উড়িষ্যা এই মুহূর্তে ৭২ রানে পিছিয়ে রয়েছে তবে তাদের হাতে আরও নয় উইকেট বর্তমান। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে ত্রিপুরার বোলাররা বিধ্বংসী না হলে প্রথম বেলাতেই উড়িষ্যা ত্রিপুরাকে ছাপিয়ে যাবে। সংক্ষিপ্ত স্কোর : ত্রিপুরা: প্রথম ইনিংসে ১৪১ রান। উড়িষ্যা প্রথম ইনিংসে এক উইকেটে ৬৯ রান।
2022-12-21

