নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ রাজ্যেও রবিবার ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরা ৪ ঘন্টার গণ অবস্থান
সংগঠিত করল৷ ৬ দফা দাবির ভিত্তিতে সর্বভারতীয় সংগঠন ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের আহ্বানে আগামী ২রা মার্চ সংসদের সামনে ধর্না আন্দোলন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে৷ সে কর্মসূচীর সমর্থনে রবিবার ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরা রাজ্যেও ৪ ঘন্টার ধর্না আন্দোলন কর্মসূচী পালন করল৷ প্যারাডাইস চৌমুহনীতে এদিন সকাল থেকে এই ধর্না আন্দোলন কর্মসূচী শুরু হয়৷ এই ধর্না আন্দোলন কর্মসূচী স ম্পর্কে বলতে গিয়ে ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরার সম্পাদক ৷ এদিন বিকাল ৩টা পর্যন্ত এই রাজ্যভিত্তিক ধর্না কর্মসূচী পালন করা হয়৷ এই ধর্না আন্দোলন কর্মসূচীতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্মীরা কেন্দ্রীয় ব্যাঙ্ক শিল্প সংক্রান্ত নীতির বিভিন্ন ইস্যুতে শ্লোগানে শ্লোগানে প্রতিবাদে সরব ছিলেন৷
2016-02-15

