ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।। উদয়পুরে ছোটদের ক্রিকেটে কেবিআই কোচিং সেন্টার বি দলের ব্যাটার্সরা প্রচন্ড ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে। ১০ ওভার উইকেটে টিকে ছিল, কিন্তু ওভার প্রতি এক রান করে হলেও ১৬ রান হতো। সেস্থলে সাকুল্যে আট রান সংগ্রহ করতে পেরেছে পুরো দল। উদয়পুর ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে দিনের খেলায় জামজুরি কোচিং সেন্টার ৮৫ রানের ব্যবধানে কেবিআই-বি দলকে পর্যূদস্ত করেছে। জামজুরি মাঠে খেলা শুরুতে টস জিতে জামজুরি কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে জামজুরি কোচিং সেন্টার ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে শুভজিৎ বর্ধনের ৩৪ ও প্রসেনজিৎ চন্দ্রের ১৫ রান উল্লেখযোগ্য। কেবিআই বি দলের তন্ময় দাস, বিপ্রজিত দাস ও রাহুল দাস প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। যেভাবে ব্যাট করতে নেমে প্রচন্ড ব্যাটিং ব্যর্থতায় সাতজন-ই শূন্য রানে পেভিলিয়নে ফেরে। ১৬ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে মাত্র আট রান সংগ্রহ করতে সক্ষম হয়। জামজুরির বীরজিৎ দাস একাই ৬টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পায়। এছাড়া, প্রানজিৎ দেব বিনা রানে তিন উইকেট পেয়েছে।
2022-12-19