নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানানোর প্রবণতা শুধুমাত্র মানিক সরকারের মধ্যে নয়, ওনার দলের সকল নেতাদের মধ্যে দেখা যায়৷ সোমবার মহাকরণে বিরোধী দলনেতা মানিক সরকারের বক্তব্যের পাল্টা জবাব দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ সোমবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ণের জবাব দিতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানানোর প্রবণতা শুধুমাত্র মানিক সরকারের মধ্যে নয়, ওনার দলের সকল নেতাদের মধ্যে দেখা যায়৷ মন্ত্রী সুশান্ত চৌধুরী পাল্টা প্রশ্ণ ছুড়ে দিয়ে বলেন ওনারা একটি উদাহরণ দেখাতে পারবেন যেখানে নির্বাচন কমিশনের অধীন অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়নি৷ নির্বাচন কমিশনের অধীন যদি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন না হয়, তাহলে কি ওনাদের সময়েও অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়নি? ওনাদের শাসনকালে ২৫ বছর নির্বাচন কমিশনের অধীন নির্বাচন হয়েছে এবং তারা নির্বাচনে জয়ী হয়েছে৷ বর্তমানে তারা ভালো করে জানে তারা আর ক্ষমতায় ফিরতে পারবে না৷ তাই তারা বলছে যদি অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয় তাহলে বিজেপি ক্ষমতায় টিকে থাকতে পারবে না৷
2022-12-19