কালাইন (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : অসমের বরাক উপত্যকায় গবাদি পশু পাচারে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে তস্করচক্র। আজ সোমবার কাছাড় জেলার অন্তর্গত কালাইনে এমএল ০৫ এফ ৩৬২৯ নম্বরের একটি সেন্ট্রো গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তিনটি গরু।
ঘটনার বিবরণে জানা গেছে, কোনও ধরনের পুলিশি অভিযানে উদ্ধার করা যায়নি গরুগুলি। জনতার হাতে উদ্ধার হয়েছে গরুগুলি। তাঁরা গাড়িকে আটক করে উদ্ধারকৃত গরুগুলি পুলিশের হাতে তুলে দিয়েছেন।
সোমবার কাটিগড়া থেকে ফেরার সময় জালালপুর এলাকায় জনৈক শিবু দাস এবং গজেন্দ্র দাস নামের দুই পথচারীকে ধাক্কা মারে মেঘালয়ের রেজিস্ট্রিকৃত সেন্ট্রো গাড়িটি। সে থেকে ঘটনার সূত্রপাত। পথচারীকে ধাক্কা মেরে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটর সাইকেল, স্কুটার নিয়ে তার পিছু ধাওয়া করেন স্থানীয় জনতা। এর পর কালাইনের তারাপুর এলাকায় গিয়ে তাঁরা আটক করেন গাড়িটি। গাড়িতে তিনটি গরু দেখেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালান গাড়িতে। অবস্থা বেগতিক দেখে সেখান থেকে পালিয়ে যায় চালক। খবর দেওয়া হয় পুলিশ ।খবর পেয়ে কালাইন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করেন গরু তিনটি। সঙ্গে বাজেয়াপ্ত করেন সেন্ট্রো গাড়িও।