কলকাতা, ১৫ ডিসেম্বর (হি. স.) : আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বলদান কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে এফআইআর দায়ের করার অনুমতি চাইল রাজ্য সরকার।
বুধবার সন্ধ্যার ওই দুর্ঘটনার জেরে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়ে রাজ্যের তরফে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।
প্রধান বিচারপতির বেঞ্চে সিঙ্ঘভি বলেন, ‘‘কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার জড়িত এক ব্যক্তির পক্ষে আগের একটি মামলায় কলকাতা হাই কোর্টে এক বিচারপতির বেঞ্চ একটি স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু ওই স্থগিতাদেশ ওই ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতের এফআইআরগুলির ক্ষেত্রে গ্রাহ্য হতে পারে না।’’
আসানসোলে তাঁর কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনার জন্য কাউকেই দায়ী করেন না শুভেন্দু অধিকারী। শোকবার্তায় ঘটনার সময় পুলিশের অনুপস্থিতির কথা উল্লেখ করলেও বিরোধী দলনেতা বললেন, ‘‘এই মর্মান্তিক ঘটনার জন্য কাউকেই দোষ দিতে চাই না।’’ সেই সঙ্গে শুভেন্দুর বক্তব্য, তিনি ওই অনুষ্ঠানমঞ্চ ছাড়ার পর ওই ঘটনা ঘটেছে।
বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোলে পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি আয়োজিত একটি কম্বল বিতরণ কর্মসূচিতে হাজির ছিলেন শুভেন্দু। সেখানেই কম্বল নেওয়ার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১ জন শিশুও রয়েছে। আহত কমপক্ষে ৪ জন। এই ঘটনার পরেই শুভেন্দুর কর্মসূচি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করে। বিরোধী দলনেতাকে ‘ডিসেম্বর’ খোঁচা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

