কলকাতা, ১৫ ডিসেম্বর (হি. স.): আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। একদিকে অমিতাভ-শাহরুখের মতো মেগাস্টার। অন্যদিকে নবনিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মধ্যমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সভাপতিত্বেই হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এবারের চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট থাকছেন। থাকছেন নতুন প্রজন্মের হার্ট থ্রব গায়ক অরিজিৎ সিং, মেলোডি কিং কুমার শানু। বিশেষ অতিথি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রধান অতিথি রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে মুখ্য অতিথির আসনে রাজ্যপালের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অনুষ্ঠান শুরু বিকেল চারটেয়। কোভিড অতিমারীর জন্যে গত দু’বছর চলচ্চিত্র উৎসব হয়নি। ২০২১ সালের ডিসেম্বরে নির্ধারিত চলচ্চিত্র উৎসব পিছিয়ে হয়েছে চলতি বছরের মে মাসে। প্রায় ৬ মাসের ব্যবধানে আবার উৎসব।
শিলং থেকে ফিরে এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও তথ্যসচিব শান্তনু বসুকে নিয়ে চলচ্চিত্র উৎসবের তদারকিতে নেমে পড়েন। প্রস্তুতি খতিয়ে দেখেন। অতিথিদের খোঁজখবর নেন। নবান্ন সূত্রের খবর, এই বছর উৎসবের উদ্বোধন করবেন বিগ বি অমিতাভ বচ্চন। সঙ্গী হবেন বলিউডের বাদশা শাহরুখ খান। দু’জনের সঙ্গেই মমতার অত্যন্ত মধুর সম্পর্ক। দু’জনের কাছেই কলকাতা বরাবর স্পেশাল। উদ্বোধনী সিনেমা হিসাবে দেখানো হবে হৃষীকেশ মুখোপাধ্যায়ের ‘অভিমান’।

