কলকাতা, ১৩ ডিসেম্বর (হি. স.) :সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে লালনের মৃত্যু হওয়ায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধেই পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলেছে পরিবার। এই পরিস্থিতিতে মঙ্গলবার ব্যারাকপুর সংশোধনাগার পরিদর্শনে আসেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। লালন সম্পর্কে তাঁর মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে নানা মহলে।
সংশোধনাগারে বন্দিরা কী অবস্থায় রয়েছেন তা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। কথা বলেন সকলের সঙ্গে। সরকারি পরিষেবা ঠিকঠাক পাচ্ছে কি না, থাকা-খাওয়ার কোনও অসুবিধা হচ্ছে কি না সমস্ত বিষয়ে খোঁজ নেন।
এরপর বকটুই কাণ্ডে লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু নিয়ে কারামন্ত্রী সাংবাদিকদের বলেন, “লালন শেখের মৃত্যু হয়েছে অসুখে। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁকে আমরা চিকিৎসা করিয়েছি। তারপরই মারা গেছেন। অনেকেই অসুস্থ অবস্থায় আসেন সংশোধনাগারে। সরকার যথাসাধ্য চেষ্টা করেন চিকিৎসা করার। কারোর জটিল রোগ হলে বাইরেও নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু কেউ মারা গেলে আর কিছু করার নেই।”তবে লালন শেখের সিবিআই হেফাজতের মৃত্যু নিয়ে তৃণমূল কংগ্রেস যেখানে সরব হয়েছে, সেখানে কারা মন্ত্রী অখিল গিরির এই মন্তব্যে শুরু হয়েছে চাপানউতোর।