জলপাইগুড়ি, ১০ ডিসেম্বর (হি.স.) : জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা পাচারের আগে কোটি টাকার সেগুন কাঠসহ এক পাচারকারীকে আটক করেছে। শনিবার সকালে পাচারকারীকে আটক করেছে বনকর্মীরা। ধৃতের নামসানাম রশিদ খান। তিনি দিল্লির বাসিন্দা।
বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের দাস দরগা এলাকায় অভিযান চালিয়ে দুটি সন্দেহজনক ট্রাককে থামানো হয়। ট্রাকটিতে তল্লাশি করে কয়লার আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সেগুন কাঠ পাওয়া যায়। এরপর পাচারের অভিযোগে ট্রাকের এক চালককে আটক করা হয়, অপরজন পলাতক। বাজেয়াপ্ত সেগুন কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। কাঠ অসম থেকে গুরগাঁওয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

