গান্ধীনগর, ১০ ডিসেম্বর (হি.স.): দল যে দায়িত্ব দেবে তাই গ্রহণ করব। মন্ত্রিত্ব প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বললেন হার্দিক প্যাটেল। গুজরাট বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন বিজেপির হার্দিক। শনিবার গান্ধীনগরের দলীয় কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিয়েছেন জয়ী বিজেপি বিধায়করা। সেই বৈঠকে যোগ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও।হার্দিক এদিন বলেছেন, আবারও বিজেপি সরকার গঠন করেছে এবং গুজরাট কীভাবে শক্তিশালী হয় এবং আগামী ৫-১০ বছরে এগিয়ে যায় তা দেখতে হবে।” মন্ত্রিত্ব প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি জানি না, আমি শুরু থেকেই একজন সৈনিকের ভূমিকায় কাজ করেছি। দল আমাকে যে ভূমিকা দেবে আমি তা মেনে নেব।
2022-12-10