আহমেদাবাদ, ৮ ডিসেম্বর (হি.স.): পুনরায় গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল। গুজরাট বিধানসভা নির্বাচনে ভূপেন্দ্র নিজেই ৬৪ হাজার ভোটে জিতেছেন। আগামী ১২ ডিসেম্বর, সোমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন গুজরাট বিজেপির রাজ্য সভাপতি সি আর প্যাটেল। তিনি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ভূপেন্দ্র প্যাটেল ফের গুজরাটের মুখ্যমন্ত্রী হবেন।
সি আর প্যাটেল আরও জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর দ্বিতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। ওই দিন দুপুর দু’টো নাগাদ গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এদিন ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, “গুজরাটের উন্নয়নের যাত্রা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ মনস্থির করেছেন। জনাদেশ আমরা বিনীতভাবে মেনে নিচ্ছি। বিজেপির প্রতিটি কর্মী জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ।”