উন্নয়নের রাজনীতি নিয়ে এগিয়ে চলেছে বিজেপি: তোমর

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি. স.) : কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) উন্নয়নের রাজনীতি নিয়ে এগিয়ে চলেছে। বৃহস্পতিবার সংসদ ভবন কমপ্লেক্সে গুজরাটে ভোট গণনার প্রাথমিক প্রবণতায় এই প্রতিক্রিয়া জানিয়ে তোমর বলেন, বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সাথে গুজরাটে সরকার গঠন করতে চলেছে।

তোমর বলেন, বিজেপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিতে কাজ করছেন। মানুষ এই তত্ত্ব পছন্দ করেছেন। তিনি আরও বলেন, গুজরাটে যে প্রবণতা আসছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিবাচক নীতির ফল।এটি উল্লেখযোগ্য যে গুজরাট নির্বাচন কমিশনের অফিসিয়াল প্রবণতা অনুসারে, বিজেপি ১৫৩টি আসনে এবং কংগ্রেস ২০টি আসনে এগিয়ে রয়েছে। যদিও আম আদমি পার্টি ৬টি আসনে এগিয়ে রয়েছে। হিমাচল প্রদেশে কংগ্রেস ৩৮টি আসনে এবং বিজেপি ২৭টিতে এগিয়ে রয়েছে।